Home Olympics গল্ফে ভারতকে প্রথম পদক জেতাতে মরিয়া অদিতি, কিন্তু সম্ভাবনা কতটা?

গল্ফে ভারতকে প্রথম পদক জেতাতে মরিয়া অদিতি, কিন্তু সম্ভাবনা কতটা?

0

প্যারিস: অলিম্পিক্সের আসর থেকে আজ অবধি গল্ফ এ কোনও পদক আসেনি ভারতে। এবার কি সেই খরা মিটবে? তার অনেকটাই নির্ভর করছে অদিতি অশোকের উপর।

বেঙ্গালুরুর অদিতির এটি তৃতীয় অলিম্পিক্স। রিও অলিম্পিক্সে প্রথম নেমেছিলেন। টোকিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছা়ড়া হয়।

মহিলাদের গল্ফে দীক্ষা ডাগর রয়েছেন। তবে অদিতিই পদক জয়ের বিষয়ে ফেভারিট। বছর ছাব্বিশের অদিতি গল্ফে বিশ্বে ৬০ নম্বরে রয়েছে। অলিম্পিক র‍্যাঙ্কিং ২৪। প্রথম ভারতীয় মহিলা গল্ফার হিসেবে তিনি বিশ্বের প্রথম ৫০-এ আসেন। টোকিও অলিম্পিক্সে চতুর্থ হন। পেয়েছেন অর্জুন পুরস্কার।

সর্বশেষ এশিয়ান গেমসে গল্ফে রুপো জিতেছিলেন অদিতি। প্রতিযোগিতার শেষ দিনের আগে অবধিও সোনা জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন। কিন্তু শেষদিনে অল্পের জন্য সোনা হাতছাড়া হয়। এবার অলিম্পিক্সের আসরে পদক জেতার বিষয়ে অদিতিকে সম্ভাব্যদের তালিকায় রাখা হচ্ছে।

দেশের প্রথম গল্ফার হিসেবে এশিয়ান গেমসে পদকজয়ী অদিতি এবার নামবেন অলিম্পিক্স পদকের লক্ষ্যে। তিনি যেভাবে খেলেন তাতে প্যারিসের পরিবেশ, পরিস্থিতি তাঁর ক্ষেত্রে সহায়ক হতে পারে।

২০১৭ থেকে এলপিজিএ ট্যুরে রয়েছেন অদিতি। গত বছর নভেম্বরে স্পেনে আন্দালুসিয়া ওপেন খেতাব জেতেন। এটি তাঁর পঞ্চম এলইটি খেতাব। তার আগে কেনিয়া লেডিস ওপেনও জিতেছিলেন। গত বছর তিনি তিনি ৩৭তম নম্বর স্থানে শেষ করেন এলপিজিএ ট্যুর, করায়ত্ত করেন ৭ লক্ষ ৮৪ হাজার ৯৯০ মার্কিন ডলার।

গত বছরের তুলনায় চলতি বছরে তিনি অবশ্য কাঙ্ক্ষিত সাফল্য পাননি। ফেব্রুয়ারিতে মহিলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পান ২১ নম্বর স্থান। মিজুহো আমেরিকাস ওপেনে সুযোগ না পেলেও ইউএস ওপেনে জায়গা করে নেন। অগাস্টের ৭ থেকে ১০ তারিখ রয়েছে মহিলাদের গল্ফ ইভেন্টে। তাতেই পদকের খরা মেটাতে দৃঢ়প্রতিজ্ঞ অদিতি।

 

 

 

Exit mobile version