Home Cricket এবারে ঋদ্ধিমানো জানিয়ে দিলেন তার অবসরের কথা, তবে কী বাংলার হয়েই তাকে...

এবারে ঋদ্ধিমানো জানিয়ে দিলেন তার অবসরের কথা, তবে কী বাংলার হয়েই তাকে শেষ বরের মত দেখা যাবে খেলতে?

0

কলকাতা: ক্রিকেট জগতে অপর একটি নক্ষত্র পতনের মুখে। এবারে ঋদ্ধিমান জানিয়ে দিলেন তার অবসরের ইঙ্গীত। বাংলার হয়ে কামব্যাক করার আগে তিনি সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন তিনি সব রকমের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন।

আসন্ন রঞ্জি মরশুমে ঋদ্ধিমান সাহা বাংলার হয়ে নামবেন । দু’বছর পরে বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা। সমস্ত মান-অভিমান দূরে সরিয়ে রেখে বলা যায় ঘরের ছেলে আবার ঘরে ফিরছে। সোমবার সাংবাদিক বৈঠকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান মনোজ তিওয়ারির মতো খেলোয়াড় বাংলা ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে ঋদ্ধিমান সাহার মত একজন অভিজ্ঞ খেলোয়াড়ের দলে খুবই প্রয়োজন ছিল।

এবার রঞ্জি ট্রফি তে খেলতে নামলে তরুণ দের হাতে কীপিং ছাড়তেও রাজি ঋদ্ধি। সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় হিসাবে তিনি কী এই বারে দলের দায়িত্ব সামলাবেন কিনা সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে তার হাতেই ক্যাপ্টেন্সির ভার ওঠার সম্ভাবনা বেশী। স্নেহাশিস জানিয়েছেন সুদীপ চ্যাটার্জী ও আবার বাংলার হয়ে খেলবেন এই মরশুমে।

দু বছর আগে সিএবি কর্তাদের সঙ্গে মনোমালিন্যের কারণে বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। সেখানে তিনি খেলার সাথে সাথে মেন্টর হিসেবেও কাজ করেছেন। এবারে সৌরভ গাঙ্গুলীর মধ্যস্থতায় বাংলা দলে আবার অভিষেক হয়েছে তার। তার সাথে সুদীপ চ্যাটার্জী ও বাংলা দলে আবার ফিরেছেন। আসন্ন রঞ্জি ট্রফির মরশুম শুরু হতে আর বেশি দেরি নেই একেবারে দরজায় কড়া নাড়ছে। ঋদ্ধি বাংলা দলের সাথে অনুশীলন ও শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ কিপার জানিয়েছেন প্রয়োজনে তিনি তার কিপিং এর জায়গা টি ছেড়ে দিতে রাজি নতুন দের সূযোগ করে দিতে। ঋদ্ধি বলেছেন আমি আর ভারতীয় দলের ফেরার কোনো সুযোগ দেখতে পাচ্ছি না নিজের নতুনদের সুযোগ করে দিতে চাই। যে নিজের অবসরের কোথাও সংবাদ বৈঠকে জানিয়েছেন। তবে তা ঠিক কবে নেবেন সে খোলসা তিনি করেননি। সামনের আইপিএল মরশুম শুরু হতে এখনো বেশ অনেকটাই সময় বাকি আছে। পরের বছরের আইপিএল ও তাকে দেখা যাবে কিনা সেই নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে তিনি জানিয়েছেন আমি যদি অবসর নেই তাহলে সমস্ত ক্রিকেটের থেকে অবসর নেব ,রাজ্য স্তর হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

ক্রিকেট থেকে অবসরের পর ঋদ্ধিমানের কোচিং করানোর ইচ্ছা আছে। তাকে হয়তো বাংলা দলের ই কোচ বা মেন্টর হিসেবে দেখা যেতে পারে অবসর পরবর্তী সময়।

Exit mobile version