Home Cricket Domestic এই ব্রাজিলিয়ান ফুটবলারকে চূড়ান্ত করার পথে মহামেডান

এই ব্রাজিলিয়ান ফুটবলারকে চূড়ান্ত করার পথে মহামেডান

0

আসন্ন ফুটবল মরশুমে আইএসএলে অংশ নেবে মহামেডান স্পোটিং ক্লাব। সেজন্য আগের থেকে আরো শক্তিশালী দল গঠন করছে ম্যানেজমেন্ট। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার চূড়ান্ত করার ক্ষেত্রে ও থাকছে চমক। বিশেষ সূত্র মারফত খবর, নয়া মরশুমের জন্য এবার ব্রাজিলিয়ান তারকা কার্লোস হেনরিক ফ্রাঙ্কা ফ্রেইরেসকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে সাদা-কালো শিবির।

পূর্বে সিয়ানোরতে থেকে শুরু করে মিরাসল সহ ব্রাজিলের একাধিক ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন এই উইঙ্গার। শেষ মরশুমে বুলগেরিয়ার ক্লাব লোকোমোটিভ সোফিয়ার সঙ্গে যুক্ত ছিলেন বছর ঊনত্রিশের এই ফুটবলার। এবার হয়ত প্রথমবারের জন্য ভারতে আসতে চলেছেন তিনি। নিঃসন্দেহে যা বড়সড় চমক। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তার নাম ঘোষণা করতে পারে মহামেডান। বিদেশি লিগের পর এবার ভারতের মাটিতে আদৌ কতটা সফল থাকেন সেদিকেই নজর থাকবে সকলের।

এছাড়াও শোনা গিয়েছে, ঘানার এক মিডফিল্ডারের নাম। তিনি মোহাম্মদ কাদিরি। পূর্বে আজারবাইজানের প্রথম ডিভিশনের ক্লাব আরজ-নাখছিভানের সঙ্গে যুক্ত ছিলেন এই তারকা। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অধিক পরিচিত হলেও পরিস্থিতি ভেদে খেলতে পারেন সেন্টার ব্যাক হিসেবে। নাখছিভান ছাড়াও ইউরোপের একাধিক ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে কাদিরির। সব দিক বিচার বিবেচনা করে তাকে ও সাইন করানোর পথে রেড রোডের এই ফুটবল ক্লাব।

Exit mobile version