Home Cricket “ইশ সে যদি অস্ট্রেলিয়ান হতো , তালে………” ! ভারতের কোন ক্রিকেটার কে...

“ইশ সে যদি অস্ট্রেলিয়ান হতো , তালে………” ! ভারতের কোন ক্রিকেটার কে নিয়ে এমন বললেন অস্ট্রেলিয়ার বর্তমান T20I অধিনায়ক মিচেল মার্শ ?

0

কলকাতা: এক দলের খেলোয়াড়ের প্রতি অন্য দলের কারও মুগ্ধতা থাকা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে ও উপলক্ষে সেটা প্রকাশও পায়। এখন তো আবার আইপিএল এর যুগ! তবে ঋষভ পন্তকে নিয়ে মিচেল মার্শ যা বলেছেন, তাতে মুগ্ধতার চেয়েও যেন বেশি কিছু আছে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক অনেকটা আক্ষেপের সুরেই বলেছেন, পন্ত যদি অস্ট্রেলিয়ান হতেন!

 

২৬ বছর বয়সী পন্তকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মনে করেন অনেকে। মাঝে দুর্ঘটনায় আহত হয়ে এক বছরের বেশি সময় খেলার বাইরে থাকলেও এ বছর মাঠে ফিরেই দারুণ ছন্দে আছেন পন্ত। এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ে প্রথম ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে ফেরাটা স্মরণীর করে তুলেছেন।

 

পন্তকে নিয়ে মার্শ কথা বলেছেন স্টার স্পোর্টসের সঙ্গে। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানটিতে আসন্ন ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে আলোচনা চলছিল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্শ ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান পন্তের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘সে অসাধারণ একজন মানুষ। আমার তো মনে হয়, সে যদি অস্ট্রেলিয়ান হতো! গত কয়েক বছরে সে অনেক কিছুর মধ্য দিয়ে গেছে। তার ফেরাটাও হয়েছে দুর্দান্ত।’

 

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে নামার আগে পন্ত সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২২ সালের ডিসেম্বরে। ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলে ভারতের ফেরার কয়েক দিন পরই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েন, যার জেরে ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সংশয় দেখা দিয়েছিল।

Exit mobile version