Home Football আগামীকাল জিতলেই সুপার সিক্সকে সবুজমেরুন 

আগামীকাল জিতলেই সুপার সিক্সকে সবুজমেরুন 

0

কলকাতা: বাগানের টানা দুইবার লীগ শিল্ড জেতা শুধু সময়ের অপেক্ষা তা বলাই বাহুল্য । এই মরসুমে অপ্রতিরদ্ধ মোহনবাগান এসজি। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতলেই সুপার সিক্সে যোগ্যতা অর্জন করবে প্রথম দল হিসেবে। ওপর দিকে মোহনবাগানের বিরুদ্ধে হেরে গেলে সুপার সিক্সে ওঠা কার্যত কঠিন হয়ে উঠবে পাঞ্জাবের। তবে ঘরের মাঠে ধারে ভারে সবেতেই এগিয়ে সবুজমেরুন ,কিন্তু তা নারাজ সবুজ মেরুন কোচ মলিনা এদিন ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, শিল্ড জেতা এখন ভাবছি না বরং পাঞ্জাব ম্যাচ জেতার কথা আমরা বেশি ভাবছি । তিনি আরো বলেন আমাদের হাতে বাকি পাঁচটি ম্যাচ আছে সেই পাঁচটি ম্যাচকেই পাখির চোখ করে এগোতে চাই আমরা। পাঞ্জাবের বিরুদ্ধে কার্ড সমস্যায় খেলতে পারবে না দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় অপুইয়া ও টম তবে কোচ মলিনা এই বিষয় ভাবতে রাজি নয় বেশি তিনি কারণ তাঁর দলে চব্বিশ জন খেলোয়াড়রাই সমান গুরুত্বপূর্ণ তাঁদের নিয়েই তিনি পাঞ্জাব বধের অঙ্ক কষেছেন। একই কথা শোনা গেলো ফুটবলার সাহালের গোলায় তিনিও বলেন ‘’ আমাদের বাকি পাঁচটি ম্যাচই আমরা ফাইনাল হিসেবে দেখছি|

মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে পাঞ্জাব কোচ বলেন ‘’আমাদের সুপার সিক্সকে উঠতে হলে এই ম্যাচ জিততে হবে কারণ আমাদের সামনের সব ম্যাচ ফাইনাল হিসেবে দেখছি’’। 

বুধবার সন্ধ্যায় যুব ভারতীতে মোহনবাগান ঘরের মাঠে নিজেদের জেতার রেকর্ড বজায় রাখতে পারে নাকি পাঞ্জাব তাদের লীগ শিল্ড জয়ের রাস্তায় কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে কি না এখন সেটাই দেখার।

Exit mobile version