কলকাতা : ২০২৫ সালের আইপিএলের মেগা নিলামের আগে রিটেনশন নিয়ম ঘোষণা করে দিল আইপিএল গভর্নিং কাউন্সিল। শনিবার বেঙ্গালুরুতে গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর অফিশিয়ালি রিটেনশন নীতি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। জানানো হয়েছে,নতুন নিয়মে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় ধরে রাখতে পারবে যা 2022 সালের আগের মেগা নিলামের চারজন খেলোয়াড়ের সীমা থেকে বাড়ানো হয়েছে।
ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়দের জন্য কোনো নির্দিষ্ট সীমা থাকছে না। ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের পাঁচটি রিটেনশনের মধ্যে যত খুশি ভারতীয় ও বিদেশি খেলোয়াড়দের নাম দিতে পারবে। বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জানানো হয়েছে, ২০২৫ সালের মেগা নিলামের সময় প্রতিটি দলকে একটি করে রাইট-টু-ম্যাচ কার্ড দেওয়া হবে।
এই কার্ডের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের সর্বোচ্চ বিডিংয়ে কিনতে পারবে নিলামে অংশ না নিয়েই। নিলামের আগে প্রত্যেক দল বাজেট রাখতে পারবে সর্বোচ্চ ১২০ কোটি। এর আগে ২০২২ সালের মেগা অকশনে বাজেট ছিল ১০০ কোটি। তবে এবারের নিলামে তাঁরা বসতে পারবেন ৭৫ কোটি টাকা নিয়ে।
বাকি টাকা ধার্য করা হয়েছে রিটেন হওয়া ক্রিকেটারদের জন্য। পাঁচের পরিবর্তে কম খেলোয়াড় রিটেন করলে অতিরিক্ত আর টি এম কার্ড দেওয়া হবে সেই দলকে। জানানো হয়েছে, কোনও দল পাঁচের পরিবর্তে তিন জন ক্রিকেটারকে রিটেন করলে তারা দুটি রাইট টু ম্যাচ কার্ড নিয়ে নিলামে বসতে পারবেন।
সব মিলিয়ে রিটেনশনের নিয়ম যা দাঁড়াচ্ছে ৫ জন প্লেয়ারকে ধরে রাখা যাবে ও একজনকে আরটিএম কার্ড ব্যবহার করে কেনা যাবে। তার মানে ৬ ক্রিকেটারকে ধরে রাখতে পারবে তাদের বর্তমান ফ্র্যাঞ্চাইজি গুলি।