Home Cricket অস্ট্রেলিয়া সফরের আগে আরও একবার নিজেকে প্রমাণের বড় সুযোগ মোহাম্মদ শামির !

অস্ট্রেলিয়া সফরের আগে আরও একবার নিজেকে প্রমাণের বড় সুযোগ মোহাম্মদ শামির !

0

কলকাতা : সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ঘোষিত হল বাংলা দল। রঞ্জি ট্রফির শেষ ম্যাচে বাংলার হয়ে খেলেছিলেন মহম্মদ শামি। এবার আসন্ন টি২০ টুর্নামেন্টেও বাংলার হয়ে খেলবেন শামি। সোমবার সন্ধ্যায় সিএবির পক্ষ থেকে বাংলা দলের স্কোয়াড ঘোষণা করা হল। বাংলা দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সুদীপ কুমার ঘরামি। ২৩ নভেম্বর থেকে রাজকোটে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

শামিকে দ্রুত অস্ট্রেলিয়া না পাঠিয়ে আগামী দিনে ঘরোয়া ক্রিকেটের আরও কয়েকটি ম্যাচে তাঁকে দেখে নেওয়াই ছিল বিসিসিআই এর লক্ষ্য। তাই শামি এবার খেলবেন মুস্তাক আলি ট্রফির ম্যাচেও। মধ্যপ্রদেশ ম্যাচে বাংলার জার্সিতে প্রতিযোগিতা মূলক ক্রিকেট প্রত্যাবর্তন করেছেন শামি। দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭উইকেট।

আইপিএলের মেগা অকশন ২৪ ও ২৫ নভেম্বর। তার একদিন আগে শুরু সৈয়দ মুস্তাক আলি টি২০। তার আগে শুরু হচ্ছে বোর্ডের টি২০ টুর্নামেন্ট।

 

এক নজরে বাংলা দল: সুদীপ ঘরামি (অধিনায়ক), মহম্মদ শামি, অভিষেক পোরেল, সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আমেদ, কর্ণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়চৌধুরী, শাকির হাবিব গান্ধী, রণজ্যোৎ সিং খইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিভ পান, প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী, ঈশান পোরেল, মহম্মদ কাইফ, সূরয সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কণিষ্ক শেঠ ও সৌম্যদীপ মণ্ডল।

Exit mobile version