Home Football ISL 2024-25: মুম্বাইকে রুখতে মরিয়া মহামেডান, বেতন সমস্যা কাটিয়ে আজ মাঠে...

ISL 2024-25: মুম্বাইকে রুখতে মরিয়া মহামেডান, বেতন সমস্যা কাটিয়ে আজ মাঠে গোমেজরা

0

কলকাতা:- দীর্ঘ সাত দিন ধরে চলছে মহামেডানের অনুশীলনে বেতন সমস্যা। ক্রিকেট দল হোক কিংবা ফুটবল দল, অনুশীলনে আসতে চাইছেন না খেলোয়াড়েরা। শুরুটা হয় মহামেডানের দুই বিনিয়োগকারী সংস্থাকে ঘিরে, দুটো সংস্থায় নিজেদের শেয়ার এবং অর্থ বিনিয়োগকে ঘিরে সমস্যায় পড়ে । যেই কারণে বেতন দিতে দেরি হচ্ছিল বলেই জানা যায় মোহামেডান কর্তৃপক্ষের কাছ থেকে। এর পরে অনুশীলনে বেতন বিতর্ক ঘিরে প্রতিবাদে নামে মোহামেডান ফুটবলাররা তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে প্রতিবাদ জানায় ক্রিকেট মহল । বেশ কিছুদিন এরকম চলার পর অবশেষে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস সাদাকালো শিবিরে। গত পরশু অনুশীলনে ফিরেছে মোহামেরান ফুটবলাররা ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন বিদেশিরাও আজ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে নামতে চলেছে অ্যালেক্সিস গোমেজ ও মনবীররা।

আজ মুম্বাই এর বিরুদ্ধে খেলতে নামছে মোহামেডান কিন্তু চিন্তা একটাই দলের দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আজ দলে থাকতে পারবেন না। প্রথম থেকেই নিজেদের রক্ষণ বিভাগকে নিয়ে চিন্তিত সাদাকালো কোচ ।
ফ্লোরেন্ত অগিয়ের চারটি হলুদ কার্ড দেখে বাইরে। সঙ্গে চোটের জন্য নেই আদিঙ্গা।

সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, গৌরব বোরা এবং মহম্মদ জসিম দলে ফিরছেন। প্রথম দিকে এলেক্টিস বোমাসকে নিয়ে চিন্তা থাকলেও গত অনুশীলনে উপস্থিত ছিলেন এই বিদেশী এবং স্বভাবতই আজকের ম্যাচেও হয়তো শুরুটা তিনিই করবেন।

আন্দ্রে চেরনিশভ বলেছেন, “শেষ কয়েক ম্যাচের ফলাফলের ভিত্তিতে মুম্বইকে বিচার করলে চলবে না। ওরা ভালো দল। ওদের কোচও ভালো। আমাদের সতর্ক থাকতে হবে।”

আজ মুম্বাই এর বিরুদ্ধে জয় তুলে নেওয়াটা কার্যত আবশ্যক মহামাডানের কাছে। দলে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার না থাকলেও সাদাকালো শিবির। আইএসএল এ বেশ অনেকগুলি অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছে হল তো সমর্থকদের আশা তাদের দলকে নিয়ে আজ পাহাড়ের সমান।

Exit mobile version