Home Football ISL 2024-25:- চোটের কবলে লাল হলুদের রক্ষন বিভাগ, তবু দলে নয়া স্ট্রাইকার...

ISL 2024-25:- চোটের কবলে লাল হলুদের রক্ষন বিভাগ, তবু দলে নয়া স্ট্রাইকার নিলেন অস্কার !

0

কলকাতা:- ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার আফ্রিকার মেসি। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে কার্যত মোট দুজন আক্রমণ জাতের তারকাকে নিজেদের দলে টানলো ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই ডেভিড লালনসাঙ্গা, ক্লেইটন সিলভা, দিমিত্রিয়স এবং রিচার্ড সেলিস এর মতন আক্রমণ ভাগের খেলোয়াড়েরা ছিলেন কিন্তু তবু আবারো কেন আরেক সেন্টার ফরওয়ার্ড কে দলে আনলেন কোচ অস্কার সেই বিষয়েই উত্তাল সামাজিক মাধ্যম। ইস্টবেঙ্গলের সমস্যা আপাতত রক্ষণ বিভাগ, রীতিমতো মিনি হাসপাতাল এ পরিণত হয়েছে দলের একাংশ।

আইএসলের মাঝেই দল থেকে ছিটকে গেছেন মূল খেলোয়াড় মাদি তালাল, পাশাপাশি দলে নেই মিডফিল্ড জেনারেল সল ক্রেস্পো । এমনকি দলের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলীও চোটের জন্য বাইরে রয়েছেন। এই সময় বাকি মরশুমথেকে ছিটকে গেলেন দলের আরেক রক্ষণভাগের খেলোয়াড় হিজাজী মাহের।

অস্কারের জন্য বর্তমানে সব থেকে বড় মাথা ব্যথা দলের রক্ষণ বিভাগ কিন্তু সেই জায়গায় কোন ফুটবলার না নিয়ে কেন একজন আক্রমণ ভাগের সেন্টার ফরওয়ার্ডকে নেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। রক্ষণে তেমন কোন খেলোয়াড় নেই এদিকে আক্রমণ ভাগে একের পর এক বাছাই করার মত
খেলোয়াড় রয়েছে অস্কারের কাছে, তাহলে কাকে সেই জায়গায় খেলাবেন তিনি এই বিষয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

কিছুদিন আগেই ভেনেজুয়েলার তারকা খেলোয়াড় রিচার্ড সেলিস কে দলে এনেছে ইস্টবেঙ্গল ফলে মনে হচ্ছিল আর আক্রমণ ভাগে কোন খেলোয়াড় এই মুহূর্তে দরকার নেই । কিন্তু ফের আফ্রিকার রাফায়েল মেসিকে দলে সই করাতে চলেছে লাল হলুদ ব্রিগেড। এই জায়গাতেই উড়ছে প্রশ্ন ডিফেন্স এবং মাঝ মাঠে একাধিক শূন্যস্থান থাকতেও কেন বাড়তি খেলোয়াড় আবারও একজন নয়া বিদেশি সেন্টার ফরওয়ার্ড হলো?

তবে কি কোথাও গিয়ে দল বোঝাতে ব্যর্থ হলেন কোচ অস্কার নাকি আবারও কোন একটি কাল মাস্টার ক্লাস? এই সমস্ত প্রশ্ন রয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলে

Exit mobile version