Home Cricket Domestic ISL 2024-25: কেরালার কাছে হেরেও বড়সড় জরিমানার মুখে মহামেডান, হারতেও হল...

ISL 2024-25: কেরালার কাছে হেরেও বড়সড় জরিমানার মুখে মহামেডান, হারতেও হল আবার জরিমানাও হয়তো দিতে হবে মহামেডানকে। কেন?

0

রবিবার রাতে কিশোরভারতী স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-২ গোলে পিছিয়ে পড়তেই মহামেডান সমর্থকরা মাঠে বোতল-ইট ছুড়তে থাকেন। খেলা বন্ধ যায়। এ রকম হলে ম্যাচ সংগঠক ক্লাবকে মোটা টাকা জরিমানা করে আইএসএল সংগঠক এফএসডিএল। পরিস্থিতি বুঝতে পেরে মহমেডান কর্মকর্তারা তো বটেই ফুটবলাররাও মাঠের ধারে গিয়ে সমর্থকদের শান্ত হতে বলেন। এ সব করেও খেলা বন্ধ ছিল আট মিনিট। ফলে মহামেডানের জরিমানা হওয়া প্রায় নিশ্চিত।

তিনি কলকাতার দুই প্রধানের বিরুদ্ধেই খেলেছেন। জিতেওছেন। এর মধ্যে মহামেডান নাকি ইস্টবেঙ্গল কোন টিমকে তাঁর বেশি শক্তিশালী মনে হয়েছে? শনিবার রাতে যুবভারতীতে প্রেস মিটে এমন প্রশ্ন উঠতেই মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা ঘুরিয়ে উত্তর দিলেন। তাঁর জবাব, ‘দুটো টিমই খুব ভালো। আমি মনে করি, কলকাতার তিনটে টিম আইএসএলে খেলছে। তাদের লক্ষ লক্ষ সমর্থক মাঠে আসছেন, এটাই এই শহরের ফুটবলের পক্ষে সবচেয়ে ভালো দিক।’

মোলিনার ভালো দিক, অর্থাৎ ইস্টবেঙ্গল, মহামেডানের সমর্থকরা কিন্তু ক্রমশই হতাশ হতে শুরু করছেন। ইস্টবেঙ্গল পাঁচ ম্যাচ খেলার পরেও আইএসএলে পয়েন্টের খাতা খুলতে পারেনি। আর মহামেডান পরপর দুটো ম্যাচে হেরে লিগ টেবলে নেমে গেল ১১ নম্বরে। মোহনবাগানের কাছে হারের পরে রবিবার রাতে কিশোর ভারতী স্টেডিয়ামে আন্দ্রে চের্নিশভের সাদা কালো ব্রিগেড এগিয়ে গিয়েও ১-২ গোলে হার মানল কেরালা ব্লাস্টার্সের কাছে।

ম্যাচে এক পয়েন্ট নিয়েও মাঠ ছাড়তে পারত মহামেডান, যদি ইনজুরি সময়ে লালরেমসাঙ্ঘা ফানাই ফাঁকায় বল পেয়েও তা কেরালার গোলিকপার সোমের গায়ে না মেরে বসতেন।আইএসএল শুরু থেকে অ্যাটাকিং ফুটবলে মহামেডান সমর্থকদের মন ভরালেও লিগ যত গড়াচ্ছে, টিমের খেলায় ততই ছন্দপতন হচ্ছে। আইএসএলে প্রথম বছর খেলায় প্রত্যাশার চাপ নিতে পারছেন না সামাদ আলি, পদম ছেত্রীরা।ম্যাচের শুরু থেকেই প্রীতম কোটালদের কেরালার খেলায় ধার ছিল অনেক বেশি।

নোয়া সাদাউ, আদ্রিয়ান লুনা, রাহুল কেপিরা ম্যাচের রাশ হাতে নেন। এরই মধ্যে মহামেডানের ব্রাজিলের ফ্রাঙ্কাকে নিজেদের বক্সের মধ্যে অবৈধভাবে আটকান কেরালার কিপার সোম কুমার। পেনাল্টি। তা থেকে গোল করে টিমকে এগিয়ে দেন কাসিমভ।মহামেডানের ডিফেন্সের বড় ভরসা আদজেই চোট পেয়ে ২০ মিনিটে উঠে যাওয়ায় চের্নিশভের ডিফেন্সে ফাঁকফোকর বেড়ে যায়। বিরতির পরে তারই সুযোগ নিয়ে কেরালার পেপরা ও জেসুস জিমিনেস গোল করে ম্যাচের রং বদলে দেন। তার আগে কেরালার একটা শটও মহামেডানের পোস্টে প্রতিহত হয়।
শুরুতে ভালো খেলেও ম্যাচে হেরে যাওয়ার পুরোনো ‘রোগ’ মহামেডানে এখনও রয়েই গিয়েছে।

Exit mobile version