স্বপ্ন ভঙ্গ ডাচ বাহিনীর, ওয়াটকিনসের গোলে ইউরোর ফাইনালে ইংল্যান্ড

0

রোহিত মিস্ত্রি:- সমালোচকদের মুখে যেনো কড়া জবাব দিলো ইংল্যান্ড। ২০২৪ ইউরো শুরু হওয়ার আগে থেকেই বিভিন্ন সময় সমালোচনার মুখে পড়তে হয় তাদের। দলের একাধিক খেলোয়ার একেকজন হীরের টুকরো, তবু যেনো ম্যাচের রেজাল্ট মন মতো হয়না। তবে এই ইউরো যেনো একেবারই মনপ্রসূত হলো ইংরেজদের। টানা দ্বিতীয়বারের মতো ইউরোর ফাইনালে উঠলো হ্যারি কেন এবং কোম্পানি। আস্টন ভিলার তারকা স্ট্রাইকার ওলি ওয়াটকিন্সের গোলে নেদারল্যান্ডসকে, ২-১ গোলেহারালো তারা।

খেলার প্রথমার্ধ থেকেই ইংল্যান্ডের মাঝ মাঠের দুর্বলতাকে পাখির চোখ করে জাভি, গ্যাকপো। জুড – রাইসের মতন অভিজ্ঞ খেলোয়াড় থাকতেও ইংল্যান্ডের মাঝ মাঠ যেনো ছিল বেশ অনভিজ্ঞ। খেলা শুরু হবার পর থেকেই একের পর এক আক্রমনে আসতে দেখা যায় ডাচদের। জাভি সিম্মসের বক্সের বাইরে থেকে করা একটি দূরপাল্লার শটে ১-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তারপর আরো বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও সুবিধা হলনা তাদের। ফের নিজের বক্সে আত্মঘাতী হ্যান্ডবল করে পেনাল্টি দিয়ে দেন ডামফ্রিস। হ্যারি কেন এর করা শটে বল এসে লাগে হাতে এবং দেওয়া হয় পেনাল্টি, হ্যারি কেন এর করা গোলে সমতায় ফেরে ইংরেজরা।

খেলার দ্বিতীয়ার্ধে তেমন ভাবে খেলা না হলেও কার্যত বেশ কয়েকটি সেট পিস পায় নেদারল্যান্ড তবে এবারেও যেন মুখের সামনে থেকে দূরে সরে গেলো সুযোগ। খেলা ঘোরালো হ্যারি কেনের সাবস্টিটিউট হয়ে মাঠে আসা ওলি ওটাকিনস। কল পামারের বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশ করেন তিনি। ওলির গোলে আবারও ইউরো ফাইনালে ইংল্যান্ড। ইউরোর ফাইনালে স্পেন বনাম ইংল্যান্ড বেশ নজর কাড়তে সক্ষম হবে বলেই ধারণা করা হচ্ছে।