Home Football সন্তোষ জয়ী বাংলাকে সংবর্ধনা ডায়মন্ড হারবারের, উপস্থিত ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা 

সন্তোষ জয়ী বাংলাকে সংবর্ধনা ডায়মন্ড হারবারের, উপস্থিত ডায়মন্ড হারবার কোচ কিবু ভিকুনা 

0

কলকাতা:- দীর্ঘ ৮ বছরের খরা কাটিয়ে সন্তোষ ঘরে এনেছে বাংলার দল, তার পর থেকেই যেনো একের পর এক সংবর্ধনা চলছে তাদেরকে ঘিরে। প্রথমে চেতলা অগ্রণী ফের ভবানীপুর ক্লাব অভ্যর্থনা জানানোর পরে আবারও সংবর্ধনা পেল বাংলার দল। সন্তোষ জয়ী বাংলার ছেলেদের নিয়ে সম্ভাষণ সেমিনার করল বঙ্গ ফুটবলের নাম জাত ক্লাব ডায়মন্ড হারবার। অবশ্য এই ডায়মন্ড হারবারের দল থেকে বেশ কিছু তারকা এই সন্তোষ জয়ী দলে ছিল। সুপ্রিয় পন্ডিত থেকে সুপ্রদিপ হাজরার মতন খেলোয়াড়রা এই ক্লাব থেকেই উঠে এসেছে।

এবার তাদেরকে নিয়েই শহরের এক পাঁচতারা হোটেলে অনুষ্ঠান সেরে ফেললো ডায়মন্ড হারবার এফসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কোচ সঞ্জয় সেন এবং প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য।

সম্প্রতি সন্তোষ ট্রফিতে কেরালাকে ১-০ গোলে পরাস্ত করে স্বপ্নের ফেরিওয়ালা বাংলা, একমাত্র গোল করেন রবি হাঁসদা। আজ বাংলা দলকে সংবর্ধনা অনুষ্ঠানে দলের উদ্দ্যেশে বার্তা দিয়েছেন ডায়মন্ড হারবার কোচ কিভূ ভিকুনা এবং বঙ্গ ফুটবল সচিব অনির্বাণ দত্ত।

মানস ভট্টাচার্য বলেছেন ” কলকাতার তিন প্রধানের পাশাপাশি সঞ্জয় সেন বাকি দলগুলো থেকেও প্রতিভা বাছাই করেছেন। এই কারণেই আমরা গর্বিত। আমাদের ডায়মন্ড হারবার থেকে কার্যত ৫ জন খেলোয়াড় সুযোগ পেয়েছে এই বাংলা দলে।”

কিভু ভিকুনা বাংলা দলকে সংবর্ধনা দিয়ে বলেছেন:- “সকলকে অনেক শুভেচ্ছা এই জয়ের কারণে। যখন আমি দেখছিলাম তখন বুঝলাম কতটা গুরুত্বপুর্ন বাংলার ফুটবল, ভারতীয় ফুটবলের জন্য। বাংলার ফুটবলের যেই ধরনের ঐতিহ্য রয়েছে সেটা অনন্য। আমাদের ডায়মন্ড হারবার থেকে ৬ জন খেলছেন তাদেরকেও অনেক শুভেচ্ছা। সকলকে মনে রাখতে হবে যে এখানেই থেমে থাকলে হবেনা, এটা সূচনা মাত্র। ইন্ডিয়ার ফুটবলের উন্নতির জন্য বাংলার ফুটবলকে আরো এগিয়ে আসতে হবে। স্বপ্ন দেখতে হবে এবং ফুটবলের জন্য বাঁচতে হবে।”

বাংলা ফুটবলের এই সাফল্য কে নজির করেই এগিয়ে যেতে হবে বাংলার ফুটবলকে এমন বার্তা দিয়েছেন বঙ্গ ফুটবল সচিব অনির্বাণ দত্ত। একই সঙ্গে সঞ্জয় সেনের সমস্ত যোদ্ধাদের উত্তরীয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডায়মন্ড হারবারের ক্লাব কর্তৃপক্ষ। কার্যত বাংলা দলকে নিয়ে ঘটে গেল এক জমজমাট সংবর্ধনা অনুষ্ঠান।

Exit mobile version