Home Cricket শুভমান গিল , ঋষভ পান্থ এর জোড়া সেঞ্চুরী অশ্বিনের ঘূর্ণি জাদুতে...

শুভমান গিল , ঋষভ পান্থ এর জোড়া সেঞ্চুরী অশ্বিনের ঘূর্ণি জাদুতে তৃতীয় দিনে আত্ম্যসমর্পণ করল বাংলাদেশ

0

চেন্নাই: ভারতের জোড়া সেঞ্চুরি ও অসাধারণ বোলিং এর কাছে আত্মসমর্পণ করলো বাংলাদেশ। হারের দোরগোড়ায় দাঁড়িয়ে সাকিব শান্তরা। ঋষভ পন্থ ও শুভমান গিলের সেঞ্চুরি। তার পর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি। অশ্বিন ব্যাট ছাড়াই বল হাতেও জাদু দেখাচ্ছেন। বাংলাদেশের বিরুদ্ধে জয় থেকে আর মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছেন রোহিতরা। আগের ইনিংসের তুলনায় ভালো ব্যাটিং করেছেন শান্তরা। তাতেও ভারতের কাছে হার এড়ানোর উপায় দেখা যাচ্ছে না বাংলাদেশের জন্য। তৃতীয় দিনের শেষে শান্তদের রান ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান। বাংলাদেশের এখনও দরকার ৩৫৭ রান।

চিপকে টেস্টের তৃতীয় দিন না স্পিনার না পেসার, বাংলাদেশের কোনও বোলারই দাগ কাটতে পারেননি। উলটে দ্বিতীয় দিনের অপরাজিত দুই ব্যাটার শুভমান গিল এবং ঋষভ পন্থ দুজনেই পিচে রীতিমতো রাজত্ব করে গেলেন। দুই তারকাই সেঞ্চুরি হাঁকালেন। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই সেঞ্চুরি হাঁকালেন পন্থ। তিনি করলেন ১০৯ রান। অন্যদিকে প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়ে গিল করলেন অপরাজিত ১১৯ রান।

রোহিত-বিরাটরা রান না পেলেও বড় রানের লক্ষ্য দিতে কোনও অসুবিধাই হল না ভারতের। ২২ রান করে অপরাজিত রইলেন কেএল রাহুলও। ৪ উইকেট হারিয়ে ভারতের রান যখন ২৮৭, তখন ডিক্লেয়ার করে দেন অধিনায়ক রোহিত। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৫১৫ রান।

প্রথম ইনিংসে শান্তরা থেমে গিয়েছিলেন মাত্র ১৪৯ রানে। সেই তুলনায় দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করলেন তারা। জাকির হাসান ও শাদমান ইসলামের ওপেনিং জুটিতে ওঠে ৬২ রান। সেই জুটি ভাঙেন বুমরাহ। অবশ্য বাঁদিকে ঝাঁপিয়ে যশস্বী যেভাবে ক্যাচ ধরেন, তাতে তাঁরও কৃতিত্ব প্রাপ্য। তার পর শুরু হয় অশ্বিনের (৬৩/৩) জাদু। দ্রুত ফিরে যান মোমিনুল হক, মুশফিকুর রহিম। শাদমানও বাঁচতে পারলেন না অশ্বিনের ঘূর্ণি থেকে। তৃতীয় দিনের শেষে ব্যাট করছেন অধিনায়ক শান্ত (৫১) ও শাকিব আল হাসান (৫)। ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৫৮।ভারতের হাতে এখনও দুদিন সময়। ফলে চতুর্থ দিনের শুরুর দিকেই যে জয় পাবে ভারত, সেটাই মনে করছেন ভক্ত ও বিশেষজ্ঞ মহল।

Exit mobile version