Home Football লাল হলুদের মশালের তেজে ঝলসে যেতে হল জামসেদপুর বাহিনীকে, ঘরের মাঠে জয়লাভ...

লাল হলুদের মশালের তেজে ঝলসে যেতে হল জামসেদপুর বাহিনীকে, ঘরের মাঠে জয়লাভ ইমাম ইস্টবেঙ্গলের

0

জামশেদপুর বনাম ইমামী ইস্টবেঙ্গল এসির দিয়ামানতাকসের করা গলোখেলা, লাল হলুদ বাহিনী তাদের চতুর্থ ম্যাচটি জয়লাভ করল। খেলার শুরু হয় জামসেদপুরের গুরুত্বপূর্ণ আক্রমণ দিয়ে , দুই দলী খেলা নিজের দখলে আনার চেষ্টায় থাকে। তার মধ্যে বেশকিছু আক্রমণ করে ফেলে জামশেদপুর। পাল্টা আক্রমণে প্রভাবশালী হয়ে ওঠে ইস্টবেঙ্গল। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আক্রমণ করে ইস্টবেঙ্গল, লক্ষ্য সঠিক থাকলে গোল সংখ্যার পরিবর্তন ঘটতেই পারত, ইস্টবেঙ্গল এফসি নিজেদের মধ্যে একাধিক পাস খেলে বল পজিশন বাড়িয়ে নেয়, নিজেদের দখলে বল রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ করে তারা আনোয়ার আলীর করা দূরপাল্লার শট সাইডবারে লেগে বেরিয়ে যায়, ক্লেটন সিলভার করা ব্যাক মাইনাস নন্দকুমার এর উদ্দেশ্যে । প্রথমার্ধে এরকম একাধিক গুরুত্বপূর্ণ সুযোগ মিস করে ইস্টবেঙ্গল এফসি। জামশেদপুরের প্রায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আক্রমণ করলেও, প্রথমার্ধে গোল সংখ্যার কোন পরিবর্তন ঘটাতে পারে না দুই দলই ।

দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে জামশেদপুর এর আক্রমণ ভাগ কে বেশ ভালো লেগেছিল, বেশ কিছু প্রভাবশালী আক্রমণ দিয়ে চিন্তায় ফেলেছিল লাল হলুদের রক্ষণভাগকে। ইস্টবেঙ্গল এফসি শুরুর কিছুটা সময় চাপে থাকলেও পরবর্তী সময় পাল্টা আক্রমণে উঠে বেশ সমস্যায় ফেলেছে জামশেদপুরের গোলরক্ষক কে, প্রথমার্ধে লাল হলুদের হয়ে নন্দকুমার কে বেশি সচল না লাগলেও দ্বিতীয়ার্ধে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। লাল হলুদ বাহিনী ক্রমশ আক্রমণের ধার বাড়াতে থাকে এবং এরই ফলস্বরূপ ৬০ মিনিটের মাথায় দিমিত্রীওস দিয়ামানতা কসের করা গোলে এগিয়ে যায় লাল হলুদ বাহিনী। এরপর জামশেদপুর এফসি আক্রমণের বিপক্ষের পালটা আক্রমণে বেশ ভয়াবহ দেখায় লাল হলুদ শিবির কে। বিষ্ণুর করা একটি দূরপাল্লা শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়। এরপর পালটা আক্রমণে জামশেদপুর আক্রমণে উঠে আসি কিন্তু অবশেষে তাদের শত প্রচেষ্টার পরও তাদের গোলসংখানের কোন পরিবর্তন হয় না। আজকের ম্যাচ লাল হলুদ বাহিনী ১ – ০ গোলে জয়লাভ করে।

Exit mobile version