Home Cricket রোহিত – কোহলি কি রঞ্জি খেলতে চলেছে ! কি পরামর্শ দিলেন প্রাক্তনরা...

রোহিত – কোহলি কি রঞ্জি খেলতে চলেছে ! কি পরামর্শ দিলেন প্রাক্তনরা ? 

0

কলকাতা: অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা। পারথ টেস্টের শতরান বাদ দিলে বিরাট কোহলিও। আর তাতেই প্রশ্ন উঠছে তাঁদের ভবিষ্যৎ নিয়ে।রোহিত শর্মা সিডনি টেস্টে না খেললেও জানিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না। বিরাট কোহলি তো জসপ্রীত বুমরাহ চোট পেয়ে মাঠ ছাড়ার পর থেকে নেতৃত্ব দিচ্ছেন সিডনিতে।

জুনে ইংল্যান্ড সিরিজ দিয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ সংস্করণের অভিযান শুরু করবে ভারত। তাতে বিরাট কোহলি ও রোহিত শর্মা থাকবেন কিনা সেটাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিটিআইকে প্রাক্তন জাতীয় নির্বাচকরা বলেছেন, আইপিএলের ফর্ম বা পারফরম্য়ান্সের ভিত্তিতে এই দুই তারকাকে টেস্ট দলে নেওয়া নির্বাচকদের পক্ষে কঠিন।ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ওয়ান ডে সিরিজ খেলবে। ফলে বিরাট কোহলি যতই লন্ডনে বেশি থাকুন না কেন, আইপিএল শুরুর আগে অবধি ইংল্যান্ডেও কাউন্টি খেলার সুযোগ বা সময় বিশেষ পাবেন না বললেই চলে। এক যদি না, আইপিএল থেকে সরে দাঁড়িয়ে ইংল্যান্ড সিরিজের কথা ভেবে তিনি কাউন্টিতে মনোনিবেশ করেন। সেই সম্ভাবনাও কম।

কেন না, বিরাট নিজেই চাইছেন আরসিবির হয়ে অন্তত একবার আইপিএল খেতাব জিততে। তিনি আরসিবিকে নেতৃত্ব দিতে পারেন বলেও জল্পনা রয়েছে। তবে যেহেতু নামটা বিরাট কোহলি, ফলে তাঁকে বাদ দিয়ে ইংল্যান্ড সফরের দল বাছাই করা কঠিন। কিন্তু তাঁর যা ফর্ম তাতে প্রশ্ন থেকেই যাচ্ছে !

রোহিত শর্মাকে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সানি বলেন, খুব বেশি চার দিনের ম্যাচ বাকি নেই। ফলে মুম্বই রঞ্জির নক আউটে গেলে রোহিত কিছু ম্যাচ পেতে পারেন। উল্লেখ্য, বিরাট কোহলি শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন ২০১৩ সালে এবং রোহিত শর্মা খেলেছেন ২০১৫ সালে ।

Exit mobile version