কলকাতা:- ভারতীয় ফুটবল ইতিহাসের একটি সফলতম এবং ঐতিহ্যবাহী দলগুলির মধ্যে অন্যতম মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ফুটবল লীগ থেকে আই লীগের মঞ্চে রীতিমত ঝড় তুলে এখন মহামেডান এর নতুন লক্ষ্য আইএসএল জয়।
গত মরশুমে আই লীগ জয় করে আইএসএল এর জন্যে যোগ্যতা অর্জন করেছে এই বাংলার প্রধান। তবু অর্থনৈতিক সমস্যাকে নিয়েই কার্যত ক্লাব কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ ছিল ।
আইএসএলের জন্য পর্যাপ্ত পরিমাণে টাকার দরকার কিন্তু ইনভেস্টর সমস্যাই মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল তাদের। এটিও সময়ের সাথে সাথে সমাধান হয়েছে কারণ মোহামেডানের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রাচী গ্রুপ। মহামেডান এর পূর্ব বিনিয়োগকারী সংস্থা বাঙ্করহিলের সাথে যুক্ত হয়েছে শ্রাচী ।
আজ নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জ্ঞাপন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান তাদের পোস্ট কর্তৃক জানিয়েছেন তাদের উন্নতির পেছনে একটা বৃহৎ ভূমিকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
“আমরা মহামেডান স্পোর্টিং ক্লাব খুব খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রীর দীক্ষায় ক্লাবটি এই বছর ISL খেলতে সক্ষম হয়েছে.. গত বছর স্পেনে আমাদের প্রথম পথচলা শুরু হয়েছিল এবং খুব শীঘ্রই আমাদের সঙ্গে বিদেশী ক্লাবগুলি একটি অংশ হতে চলছে .. আমরা আই লিগ জিতে যোগ্যতা অর্জনের জন্য অপেক্ষা করতে হয়েছিল এবং এটি এই বছর ঘটেছে .. আমরা তার প্রচেষ্টার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মোহামেডানকে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার জন্য তার সময় চেয়ে অফিসিয়াল ভাবে প্রকাশের জন্য সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ হলে আমরা তার সাথে দেখা করব। আমরা সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাই পুরো প্রক্রিয়ায় তার প্রচুর সাহায্যের জন্য .তিনি ভবিষ্যতে জাতীয় স্থান গুলিতে বিনামূল্যে ক্লাবটিকে প্রচার করতে সম্মত হয়েছেন ..”
সূত্র মারফত জানা যাচ্ছে, ক্লাব সম্পর্কিত সমস্ত বিজ্ঞাপন যাবতীয় কাজ এমনকি ভবিষ্যতে জাতীয় স্থান গুলিতে ক্লাবকে প্রচার করতে সম্মতি জানিয়েছেন বাংলার ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলী।
অর্থাৎ আই লীগ জিতে এ বছর নতুনভাবে আইএসএল এর মঞ্চে নিজেদেরকে তুলে ধরার জন্য উদগ্রীব মোহামেডান কর্তৃপক্ষ।