Home Football ব্রাজিলের পথের কাঁটা বিয়েলসার উরুগুয়ে, ভিনিসিয়াসের অভাব গোছাবে এনড্রিক? 

ব্রাজিলের পথের কাঁটা বিয়েলসার উরুগুয়ে, ভিনিসিয়াসের অভাব গোছাবে এনড্রিক? 

0

ইউরোর সঙ্গে সমান তালেই চলছে কোপা আমেরিকার নির্ঘণ্ট। আর সেই সময়সূচিকে মাথায় রেখেই কাল হতে চলছে মহারণ । লাতিন আমেরিকার দুই শক্তিশালী দল মুখোমুখি হতে চলছে মার্কিন মুলুকের মাঠে । একদিকে ৫ বারের বিশ্বজয়ী ব্রাজিল আর একদিকে বিয়েলসার তরুণ তুর্কি। প্রথম বিশ্বকাপের দুটি গুরুত্বপুর্ণ সংস্করণ তথা ১৯৩০ এবং ১৯৫০ এর খেতাব পেয়েছিল এই উরুগুয়ে। তবে দিয়েগো ফোরলান, সুয়ারেজ এবং এডিনসন কাভানি এর মতন অভিজ্ঞ খেলোয়াড় থাকলেও নিজেদের শ্রেষ্ঠতম প্রমাণ করতে সক্ষম হয়নি তারা । কিন্তু এই নতুন দলকে অনেকেই মনে করছেন এই কোপা আমেরিকার অন্যতম সেরা দল । কিন্তূ আবার প্রতি প্রতিযোগিতার প্রায় সফল দল ব্রাজিল যেনো ২০২১ কোপা আমেরিকার পর থেকেই পিছিয়ে রয়েছে , খামতি রাজা নেইমারের। দলকে নিয়ে কোনোভাবেই গ্রহণযোগ্য মতবাদ প্রচার করছে না ব্রাজিল ম্যানেজমেন্ট সঙ্গে মাথা ব্যথার কারণ তাদের খেলার ছন্দ। কাল কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি এই দুই দল । কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের লড়াই উরুগুয়ের বিরুদ্ধে। যাদের বিরুদ্ধে গত অক্টোবরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হেরেছে সেলেকাওরা। কার্যত ফেভারিটের তকমা লাগিয়ে এসেছেন উরুগুয়ে। এর আগেও বিশ্বকাপের বাছাই পর্বে বিশ্বজয়ী আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাস্ত করেন তারা। তাছাড়া এই কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের নতুন অভাব ভিনিসিয়াস। তাদের খেলতে হবে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই। কারণ টানা দ্বিতীয় ম্যাচে হলুদ কার্ড দেখার সুবাদে পরের ম্যাচে স্কোয়াডে রাখা যাবে না এই তরুণ উইঙ্গারকে। এদিন মাত্র ৭ মিনিটেই জেমস রড্রিগেজকে অনাবশ্যক ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস তখনই স্পষ্ট হয়ে যায়, পরের ম্যাচে নেই তিনি। এই পরিস্থিতিতে ম্যাচটা জিতলে তাও কিছুটা কম সমস্যা হত ব্রাজিলের। কারণ কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলে কোয়ার্টারে তারা খেলত তুলনায় সহজ পানামার বিরুদ্ধে।

তার পরও কলম্বিয়া ম্যাচে তাঁকে দলে রাখা প্রসঙ্গে ব্রাজিল কোচ বলছেন, “ম্যাচটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা আজ জিততে মরিয়া ছিলাম। তাই সেরা দল মাঠে নামিয়েছি।”

কিন্তূ ভিনি জুনিয়রের বিকল্প রয়েছে বছর ১৭ এর এন্ডরিক। বহুবার নিজের খেলার জন্য প্রশংসা পেয়েছে এই তারকা । ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদে সই করেছেন তিনি এমনকি ব্রাজিলের হয়ে শেষ মুহূর্তে বেশ কিছু গোল দিয়েছে । বয়স ১৭ হলেও ইতিমধ্যেই স্পেন, ইংল্যান্ড এবং মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছে এনড্রীক। তাই প্রশ্ন উঠছে ভিনি জুনিয়রের বিকল্প হিসেবে হয়তো কালকের ম্যাচে নজর কাড়তে পারে এই খেলোয়ার। কোচ ডেরিভালের তুরুপের তাস হয়ে উঠতে পারে রিয়াল মাদ্রিদের নতুন খেলোয়ার।

Exit mobile version