Home Football বেলজিয়ামের স্বর্ণ যুগের পতন করল ফ্রান্স, এম্বাপ্পে ছাড়াই ২ গোলে বাজিমাত ডেম্বেলেদের

বেলজিয়ামের স্বর্ণ যুগের পতন করল ফ্রান্স, এম্বাপ্পে ছাড়াই ২ গোলে বাজিমাত ডেম্বেলেদের

0

কলকাতা:- ইউরোপিয়ান ফুটবলের উৎসব শুরু হয়েছে বেশ কয়েকদিন হল, একের পর এক রুদ্ধশ্বাস ম্যাচ।
উয়েফা নেশনস লিগের ম্যাচে আজ বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে নিজেদেরকে আরো শক্ত করল ফ্রান্স। কিন্তু এবার নয়নের মণি কিলিয়ান এমবাপে কে ছাড়াই কার্যত জয় নিশ্চিত করেছেন ২০১৮ বিশ্বকাপ জয়ী দল ।

বিশ্বকাপের ফাইনালিস্টরা এবারে নেশনস লিগ অভিযান খুব একটা ভালোভাবে করতে পারেনি, কারণ প্রথম ম্যাচেই ইতালির বিপক্ষে তিন গোল হজম করতে হয়েছিল সালিবাদের। তবে লেস ব্লুজরা ঘুরে দাঁড়ালেন দ্বিতীয় ম্যাচ থেকেই।

তবে আজ যেনো এক অন্য ছন্দে ফিরে এল তারা। প্রথম জয় দিয়ে যাত্রা শুরু হলো ফ্রান্সের।

আজ নজর কেড়েছে কোচ দিদিয়ার দেশচম্পস এর একটি সিদ্ধান্ত। দলের নয়নমণি কিলিয়ান এম্বাপে কে প্রথমার্ধে নামায়নি তিনি, তবে তাতে ফ্রান্সের খুব একটা বিপদ হয়নি। ৬৭ মিনিটে এমবাপ্পে এর মাঠে নামবার আগেই কার্যত ম্যাচের সিদ্ধান্তে শিলমোহর বসিয়ে দিয়েছেন ডেম্বলে ও কোলো মুয়ানি।

ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। গোল করে দলকে এগিয়ে দেন কুলো মুয়ানি।৫৭ মিনিটে ফ্রান্সকে গোল এনে দেন উসমান দেম্বেলে।
বেলজিয়ামের কাছে বেশ কিছু সুযোগ এলেও সেগুলো হাতছাড়া করেন লুইস ওপেন্দা সহ বেলজিয়াম আক্রমণ বিভাগ।

১১ অক্টোবর গ্রুপের অপর দল ইজরায়েলের মুখোমুখি হবে ফ্রান্স। ১৫ অক্টোবর খেলবে বেলজিয়ামের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ।
নভেম্বরে রয়েছে ইজরায়েল এবং ইতালির বিপক্ষে ফ্রান্সের দ্বিতীয় লেগের ম্যাচ। ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রইল ফ্রান্স।

Exit mobile version