প্যারিস: মঙ্গলবার মহিলাদের কুস্তিতে সকলের নজর ছিল ভিনেশ ফোগাটের দিকে। রাউন্ড অব ১৬-র ম্যাচে নামলেন এবং জয়ও পেলেন ভিনেশ। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালেরপ টিকিট নিশ্চিত করে পদকের স্বপ্নটা উস্কে দিলেন।
কুস্তিতে নিশা দাহিয়া ব্যর্থ হওয়ার পর সকলের নজর ছিল ভিনেশ ফোগাটের দিকে। বিশ্বের এক নম্বর মহিলা কুস্তিগীরকে হারিয়ে চমক দিলেন ভিনেশ। তাও এত কম সময়ের মধ্যে। প্রি কোয়ার্টার ফাইনা লে অবশ্য হতাশ করলেন না ভারতীয় মহিলা পালোয়ান। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই জিতে গেলেন ৩-২ ফলে। গতবারের অলিম্পিক্সে সোনা জয়ীকে হারিয়ে দিলেন ভিনেশ। কুস্তিতে নিশা দাহিয়া ব্যর্থ হওয়ার পর সকলের নজর ছিল ভিনেশ ফোগাটের দিকে। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করলেন।
মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে নেমেছিলেন ভিনেশ ফোগাট। গত ১ বছরের বেশি সময় ধরে তাঁকে নিয়ে চর্চার অন্ত ছিল না। ব্রিজভূষণ শরণ সিং ইস্যুতে দিনের পর দিন আন্দোলনের পুরোভাগে ছিলেন। রাস্তায় থেকেছেন দীর্ঘদিন। রবি দাহিয়া, বজরং পুনিয়ারা প্যারিসের টিকিট পেতে ব্যর্থ হলেও ভিনেশ কিন্তু পারেন।
ভিনেশ ফোগাটের জন্য এই লড়াই কঠিন বলেই আশঙ্কা করা হচ্ছিল। কারণ ভিনেশ ফোগাটের বিরুদ্ধে ছিলেন বিশ্বের এক নম্বর কুস্তিগীর। ভিনেশ বাউট ৩-১-এ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। ভারতের আরেকটি পদকের আশা বাঁচিয়ে রেখেছেন। এখনও পর্যন্ত অলিম্পিক্সে ভারতীয় মহিলাদের মধ্যে সাক্ষী মালিকই কুস্তিতে ব্রোঞ্জ পদক জিততে পেরেছেন। এবার ভিনেশ ফোগাট জিতলে হবেন দ্বিতীয় ভারতীয় মহিলা।