Home Cricket দুঃস্থ শিশু দের পাশে এবারে ভারতীয় তারকারা, রোহিত, বিরাট, ধোনি – রাহুল...

দুঃস্থ শিশু দের পাশে এবারে ভারতীয় তারকারা, রোহিত, বিরাট, ধোনি – রাহুল কার ব্যবহৃত সামগ্রীর দর উঠলো বেশি নিলামে?

0

কলকাতা: ক্রিকেট মাঠে তিনি নির্ভরযোগ্য ব্যাটার। এবার মাঠের বাইরেও বড় মানসিকতার পরিচয় দিলেন কেএল রাহুল। সম্প্রতি দুঃস্থ ও বিশেষভাবে অক্ষম শিশুদের জন্য নিলামের আয়োজন করেন রাহুল ও তাঁর স্ত্রী আথিয়া শেট্টি। মুম্বইয়ে ‘ক্রিকেট ফর চ্যারিটি’র নিলাম থেকে প্রায় ২ কোটি টাকা সাহায্য উঠেছে।

 

এই নিলামে অনেক বহু ভারতীয় বিখ্যাত ক্রিকেটারের সামগ্রী উঠেছে। যার মধ্যে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারা। তাঁদের ব্যবহার জার্সি, ব্যাট, গ্লাভস নিলামে তোলা হয়। সেখানে ছিল রাহুলের ব্যাটও। সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হয় বিরাট কোহলির জার্সি। যার দাম ওঠে ৪০ লক্ষ টাকা। তবে বিরাটের ক্রিকেট সামগ্রীর সাহায্য এখানেই শেষ হচ্ছে না। তাঁর গ্লাভসের দর ওঠে ২৮ লক্ষ টাকা।

 

পিছিয়ে নেই রোহিত শর্মাও। তাঁর ব্যাট বিক্রি হয় ২৪ লক্ষ টাকায়। অন্যদিকে আরেক কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ব্যাটের দর ওঠে ১৩ লক্ষ টাকা। কেএল রাহুলের জার্সি বিক্রি হয় ১১ লক্ষ টাকায়। এছাড়াও এই নিলামে ছিল ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, রাহুল দ্রাবিড়, রবিচন্দ্রন অশ্বিনদের ব্যবহার করা সামগ্রী। সব মিলিয়ে ওঠে ১.৯৩ কোটি টাকা।

 

 

নিলাম এর পরে তাকে বেশ খোশ মেজাজেই পাওয়া যায়। রাহুল নিজের খুশীর কথা প্রকাশ করেছেন নিজের ইনস্টা হ্যান্ডেলে।

 

নিলামের পর ইনস্টাগ্রাম স্টোরিতে রাহুল লেখেন, “আমাদের নিলাম সাফল্য পেয়েছে। এর সাহায্যে আমরা বহু বিশেষভাবে অক্ষম শিশুর জীবন সুন্দর করে তুলতে পারব। ক্রিকেট মহলের যাঁরা পাশে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ। যাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের কাছেও কৃতজ্ঞ।” রাহুল জানিয়েছেন, এই সংগঠনের কাজকর্ম তাঁর কাছে খুব কাছের, কারণ এটি তাঁর ঠাকুমা তৈরি করেছিলেন।

 

রাহুল এর স্ত্রী আথিয়াও উচ্ছ্বসিত হয়ে নিজের খুশির কথা প্রকাশ করেছেন।

আথিয়াও বলেছেন, “রাহুল আর আমি আমাদের প্রথম চ্যারিটি নিলাম নিয়ে উচ্ছ্বসিত।”

Exit mobile version