অনির্বাণ নাহ- ২০২৪ ইউরো কাপের নকআউট স্টেজের ম্যাচগুলি এখন শুরু হয়ে গেছে। একের পর এক বড় দলের নৌকা পড়ছে এই ইউরো কাপের ঝড়ে। আজও ঠিক সেরকমই দুটো গুরুত্বপূর্ণ বড় দলের মধ্যে এক লড়াই ছিল একদিকে বেলজিয়াম এবং অপরদিকে ফ্রান্স।
বিশ্বসেরা দুটি দলের মধ্যে আজকের লড়াই ছিল। একদিকে বেলজিয়াম এবং অপরদিকে গতবারের বিশ্বকাপের দ্বিতীয় স্থান অধিকারী দল ফ্রান্স। দুই দলের জমজমাট আক্রমণ সুমধুর হয় এই ম্যাচটি। কিন্তু খেলার সময় এগোনোর সাথে সাথে ফ্রান্সের আক্রমণ বাড়তে থাকে এবং লক্ষ্য সঠিক হতে থাকে। ম্যাচের অন্তিম সময় এসে ফ্রান্স তাদের প্রথম গোলটি তুলে নেয় এবং বেলজিয়ামকে চিন্তায় ফেলে দেয়। এবং শেষ অব্দি ফ্রান্স এই ফলাফলটি ধরে রাখতে সক্ষম হয়।
মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে নটা থেকে আয়োজিত গুরুত্বপূর্ণ ম্যাচটি হয়েছে। ম্যাচটি শুরু হওয়ার সাথে সাথে দুই দলই আক্রমণাত্মক ভাবে খেলতে থাকে। ফ্রান্স এবং বেলজিয়াম দুই দলই একের পর এক আক্রমণ করতে থাকে এবং দুই দলের গোলকিপার কে একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয় ।
এই আকর্ষণীয় ম্যাচের প্রথমার্ধ শেষ হয় এবং দ্বিতীয় অর্ধে শুরু থেকেও একই ধরনের খেলা চলতে থাকে। কিন্তু ম্যাচের বয়স যত গড়ায় বেলজিয়ামের রক্ষণভাগে ফাটল দেখা যায় এবং তারই সদ্ব্যবহার করে ফ্রান্স। একাধিক পাস খেলতে খেলতে বেলজিয়ামের বক্সে ঢুকে পড়ে এবং ৪৫ মিনিটের মাথায় কোলো মোয়ানীর করা জোরালো শর্টে জ্যান ভারটোংহেন গায়ে লেগে একটি আত্মঘাতী গোল হয়, এবং ফ্রান্স তাদের লক্ষ্যের দিকে একধাপ এগিয়ে যায়। এবং শেষ অব্দি খেলারি ফলাফল ধরে রাখতে সক্ষম হয় ফ্রান্স, এবং খেলার শেষ বেলজিয়ামকে আবারও ছিটকে পড়তে হয় ইউরো কাপের দূর থেকে।