Home Cricket “গড়বেন কৃতিত্ব, ভাঙবেন আমার রেকর্ড”! কোন ভারতীয় ক্রিকেটার কে নিয়ে এমন বললেন...

“গড়বেন কৃতিত্ব, ভাঙবেন আমার রেকর্ড”! কোন ভারতীয় ক্রিকেটার কে নিয়ে এমন বললেন ক্রিকেটের রাজপুত্র?

0

টেস্ট ক্রিকেটের এক ইনিংসে সর্বাধিক রান করার রেকর্ড কায়েম করেছেন ব্রায়ান লারা। ২০০৪ সালের ১০ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ৪০০ রানের রেকর্ড কায়েম করেন। ২০ বছরের বেশি সময় এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। অনেকেই লারার এই রেকর্ডের কাছাকাছি গিয়েছিলেন বটে, কিন্তু কেউ ভাঙতে পারেননি। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের উপর ভরসা আছে লারার। তিনি মনে করেন, টিম ইন্ডিয়ার এই তরুণ ব্যাটার তাঁর ৪০০ রানের রেকর্ড ভেঙে দিতে পারেন। তবে শুভমান একা নন, তালিকায় রয়েছেন আরও তিনজন ব্যাটার।
লারার এই তালিকায় শুভমান গিলের পাশাপাশি রয়েছেন যশস্বী জয়সওয়াল, ইংল্যান্ডের জ্যাক ক্রাউলি এবং হ্যারি ব্রুক। ‘দ্য ডেইলি মেইল’কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে লারা বললেন, ‘আমার সমসাময়িক অনেক ক্রিকেটারই ছিলেন, যাঁরা এই রানটা স্পর্শ করার চেষ্টা করেন। অনেকে তো আবার ৩০০ রান পর্যন্তও করে ফেলেছিলেন। এই তালিকায় নাম রয়েছে বীরেন্দ্র সেহওয়াগ, ইনজামাম-উল-হক, সনৎ জয়সূরিয়া। প্রত্যেকেই যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটার ছিলেন।’
লারা চারজন ক্রিকেটারের নাম উল্লেখ করে আরও যোগ করেন, ‘আজ প্রতিটা দলের কাছেই যথেষ্ট আক্রমণাত্মক ক্রিকেটার রয়েছেন। বিশেষ করে ইংল্যান্ড ক্রিকেট দলে রয়েছেন জ্যাক ক্রাউলি এবং হ্যারি ব্রুক। ভারতীয় ক্রিকেট দলের যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলও এই রেকর্ড ভাঙতে পারেন। যদি ঠিকঠাক পরিস্থিতি পায়, তাহলে যে কোনওদিন রেকর্ড ভাঙতে পারে।’

Exit mobile version