Home Cricket কেকেআরের নতুন অধিনায়ক কে? সিদ্ধান্তের দোরগোড়ায় কলকাতা!

কেকেআরের নতুন অধিনায়ক কে? সিদ্ধান্তের দোরগোড়ায় কলকাতা!

0

কলকাতা: আসন্ন ২২ শে মার্চ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ আইপিএল শুরু হতে চলেছে। এটি আইপিএলের ১৮ তম সিজন। আইপিএল শুরুর আগেই একে একে আইপিএলের সব দল গুলি নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। বাকী শুধু দিল্লী আর কলকাতা। দিল্লি কেএল রাহুল কেই করবে তা ধরে রাখা যায় কিন্তু কলকাতা কাকে করবে? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও মেলেনি।

ধরা হচ্ছিল খুব শীঘ্রই তা জানানো হবে, কেকেআর টিম ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে। তবে এখনো অফিসিয়ালি ভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্র অনুযায়ী, ভেঙ্কটেশ বা রাহানের মধ্যে কেউ একজন হতে চলেছেন দলের আগামী অধিনায়ক। এবং রিঙ্কু সিং কে বানানো হচ্ছে সহ অধিনায়ক। এই দুই খেলোয়ার কেই কলকাতায় এবারে বড় বাজেট দিয়ে নিজেদের দলে ধরে রেখেছে। রিঙ্কু কে ১৩ কোটি দিয়ে রিটেন করে কেকেআর। নিলামে ভেঙ্কাটেশকে অধিক দামে কেনার পর থেকেই গুঞ্জন উঠছিলো তাকেই হয়তো পরবর্তী ক্যাপ্টেন বানানো হতে পারে শ্রেয়াসের অনুপস্থিতিতে। কিন্তু অধিকাংশ বিশেষজ্ঞ এবং কেকেআর ভক্তরা এই নিয়ে বেশ হতাশ ছিলেন। প্রথমত ২৩.৭৫ কোটির মত একটা বড় বাজেট তার পিছনে খরচ করা এবং তারপরে তাকে ক্যাপ্টেন হিসেবে ভাবার বিষয়টা সামনে এলে সবাই প্রবল প্রশ্নবান নিক্ষেপ করতে থাকেন কেকেআর ম্যানেজমেন্টের দিকে। প্রথম মতো ভেঙ্কাটেশ অলরাউন্ডার হলেও তার বোলিং পারফরম্যান্স খুব একটা ভালো নয়।তবে রিঙ্কুর রিটেনশন নিয়ে সবাই বেশ খুশি।

নিলামের দ্বিতীয় দিনে শাহরুখ খানের দল রাহানেকে কেনে ১.৫ কোটি দিয়ে। তারপর থেকেই রাহানে কেও কলকাতার পরবর্তী অধিনায়ক হিসেবে অনেকেই ধরে রেখেছেন। যেহেতু তাঁর অভিজ্ঞতা ভেঙ্কটেসের তুলনায় অনেক বেশি। দলের অধিনায়ক হিসেবে তাই অনঅভিজ্ঞ ভেঙ্কটেশ আইয়ার থেকে রাহানে কে অধিনায়ক হওয়ার দৌড়ে সবাই এগিয়ে রাখছে।

তবে এখানেও আছে কিন্তু এক বড় সমস্যা, এটা ভাবাচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট কে, সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে, ভেঙ্কাটেস নিজে থেকেই চাচ্ছেন দলের অধিনায়ক হতে। ওপর দিকে রাহানে কে দলের তরফ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে অধিনায়ক হওয়ার জন্যে তবে সমস্যা হলো রাহানে কেকেআর এর ক্যাপ্টেন হতে চাইছেন না। তবে দলের তরফ থেকে এখনও অনুরোধ করা হচ্ছে তাকে শেষ পর্যন্ত দেখা যাক কি সিধান্ত নেন রাহানে।

পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে যে ,কলকাতার পরবর্তী অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের সব চেয়ে এগিয়ে আছে। অজিঙ্কা রাহানে রাজি হলে তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতে পারে। বাকিটা তো

সময়ই বলবে কার মাথায় উঠতে চলেছে অধিনায়কত্বের মুকুট। এখন কী সিধান্ত নেয় কলকাতা টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কে হবে পরবর্তী অধিনায়ক? এই প্রশ্নের উত্তর জানতে উদগ্রীব হয়ে আছে সমস্ত কেকেআর ভক্তকুলরা।

Exit mobile version