Home Cricket কিং কোহলিকে খেলা ছাড়ার প্রস্তাব দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা পেস বোলার !

কিং কোহলিকে খেলা ছাড়ার প্রস্তাব দিলেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকা পেস বোলার !

0

কলকাতা: সদ্য পারথ টেস্টে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। যদিও গত পাঁচ বছরে টেস্ট ক্রিকেটে তাঁর পরিসংখ্যান ঠিক চেনা বিরাট কোহলির মতো নয়। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টিতে বিশ্বসেরা। ফাইনালের পরই বিরাট কোহলি ঘোষণা করে দেন, দেশের জার্সিতে এই ফরম্যাটে আর খেলবেন না। তবে টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএলেও খেলবেন। সেরা ছন্দে না থাকা বিরাট কোহলিকে বিশেষ পরামর্শ দিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি অ্যান্ডি রবার্টস।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ আপাতত ১-১ অবস্থায়। পাঁচ ম্যাচের সিরিজ। ব্রিসবেনে তৃতীয় টেস্ট শুরু ১৪ ডিসেম্বর। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার অ্যান্ডি রবার্টস মনে করেন, বিরাট কোহলির শুধুমাত্র টেস্ট ক্রিকেটে ফোকাস করা উচিত। বিরাট কোহলি যেন টেস্ট ক্রিকেটের সেই পুরনো স্টাইলের ব্যাটিংয়ে ফিরে যান, সেটাই তাঁর প্রত্যাশা।

 

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। তিন ফরম্যাটেই সেরা। দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় জানানোর পর শ্রীলঙ্কায় ওয়ান ডে সিরিজে ভালো পারফর্ম করতে পারেননি। টেস্টে ২০২০ সালের জানুয়ারি থেকে ৬৪ ইনিংসে মাত্র ১৯৬১ রান করেছেন বিরাট। ব্যাটিং গড় ৩২.১৪। এই সময়কালে মাত্র তিনটি সেঞ্চুরি রয়েছে।

একটি সাক্ষাৎকারে কিংবদন্তি রবার্টস আরও বলেন, ‘জানি না, অ্যাডিলেডে হারের পর ভারতের একাদশে নানা রদবদল হবে কি না। তবে ব্যাটিংটা ভালো করতে হবে। সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান গত পাঁচ বছর এই ফরম্যাটে কিন্তু হতাশ করছে। ওর উচিত দীর্ঘ ফরম্যাটেই ফোকাস করা। তা হলেই রান আসবে। টেস্ট ক্রিকেটে রান করা তখনই সম্ভব, যখন কেউ শুধুমাত্র এই ফরম্যাটেই ফোকাস করবে। টেস্ট ক্রিকেটের মান আর আগের মতো নেই। অনেক তারকা ব্যাটারই পারফর্ম করতে পারছে না।’

সরাসরি না বললেও, ক্যারিবিয়ান কিংবদন্তির ইঙ্গিত হতে পারে, বিরাটের উচিত ওয়ান ডে ক্রিকেটের পাশাপাশি আইপিএলকেও দ্রুত বিদায় জানানো এবং শুধুমাত্র টেস্ট ক্রিকেটেই মনোসংযোগ করা। একটা সময় মনে করা হত, ওয়ান ডে-র মতো সচিনের সবচেয়ে বেশি টেস্ট শতরান ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন বিরাট কোহলি। যদিও সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়েছে।

Exit mobile version