Home Cricket Domestic আশঙ্কার কালো মেঘ কেটে গেলো সাদাকালো ব্রিগেডের

আশঙ্কার কালো মেঘ কেটে গেলো সাদাকালো ব্রিগেডের

0

কলকাতা: মোহামেডান স্পোর্টিং সমর্থক তথা ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য খুব স্বস্তির একটা ছবি গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাবে দেখা গেল। সাদাকালো ক্লাব কর্তৃপক্ষ, বর্তমান ইনভেস্টর বাঙ্কারহিল ও আইএসএল খেলতে ক্লাবে বিনিয়োগ করতে চলা শ্রাচী স্পোর্টস একসঙ্গে বসে মউ চুক্তি স্বাক্ষর করলো। এই চুক্তি অনুযায়ী ক্লাবের ফুটবল দলের ৩৯% শেয়ার থাকবে ক্লাবের কাছে। বাঙ্কারহিল রাখছে ৩১% শেয়ার ও শ্রাচী স্পোর্টস নিচ্ছে ৩০% শেয়ার।

এই ৩০% মালিকানা নিয়ে নতুন বিনিয়োগকারী, বাংলার কর্পোরেট হাউস শ্রাচী গ্রুপ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল বিভাগে আগামী তিন বছরে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। এছাড়া বাঙ্কারহিলও আগের মতো ভালো অঙ্কের অর্থই বিনিয়োগ করবে। বলাই বাহুল্য যে, দেরিতে হলেও কেটে গেল মোহামেডানের আইএসএল খেলার জট। ইনভেস্টর সমস্যা মিটে যাওয়ার ফলে কিছুদিনের মধ্যেই আইএসএল খেলার প্রস্তুতি শুরু করবে সাদাকালো ব্রিগেড।

Exit mobile version