কলকাতা:- বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর আনোয়ার আলি কে চার মাসের জন্য নির্বাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ
হন লাল হলুদ কর্তৃপক্ষ। দীর্ঘ দু মাসের জল্পনা তারপর সেখান থেকে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলে নতুনভাবে পথচলা শুরু। তারপর থেকেই বারংবার কটাক্ষের শিকার পূর্ব বাগান ডিফেন্ডার আনোয়ার আলী। প্লেয়ার স্ট্যাটাস কমিটি মারফত তাকে কিছুদিন আগে চার মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। তবে সেটির বিরুদ্ধেই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়েছিল ইস্টবেঙ্গল।
অবশেষে খানিক স্বস্তি পেল ইস্ট বেঙ্গল। মূলত ফেডারেশনের শাস্তি নির্দেশে ধকিতাদের চেয়ে এই বৃহস্পতিবার হাইকোর্টের সামনে আপিল করেছিলেন ইস্টবেঙ্গল এবং দিল্লীএফসি। কার্যত সেই ইসুকে মাথায় রেখে একটু হলেও শান্তির নিঃশ্বাস এবার নেবে ইস্ট বেঙ্গল।
সূত্র মারফত জানা গিয়েছে মোট তিন পক্ষ অর্থাৎ আনোয়ার, ক্লাব কর্তৃপক্ষ এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এই মূলত তিন পক্ষের আবেদন নিয়েই প্রথম পর্বের কাজ শুরু হয়েছিল। এবং এই তিন পক্ষের আবেদনকে পাখির চোখ করে আপাতত ফেডারেশনের নির্দেশে স্থগিতাদের দিয়েছে উচ্চ আদালত অর্থাৎ কোথাও গিয়ে সাময়িকভাবে বর্তমানে মাঠে নামতে পারবেন আনোয়ার আলী।
পরবর্তীতে এই ঘটনা এর রেশ কোথায় গিয়ে থামে সেটি কিন্তু বর্তমানে সময়ের অপেক্ষা!