Home Football আইএসএলে দশে শেষ, প্রথম ম্যাচেই বাজিমাত — কোয়ার্টারে পাঞ্জাব!

আইএসএলে দশে শেষ, প্রথম ম্যাচেই বাজিমাত — কোয়ার্টারে পাঞ্জাব!

0

২২শে এপ্রিল, কলকাতাঃ গতকাল সুপার কাপের চতুর্থ ম্যাচে উড়িশা এফসিকে ৩ গোলে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করলো পাঞ্জাব এফসি। সোমবার কলিঙ্গ স্টেডিয়ামে সম্পূর্ন আধিপত্য পাঞ্জাবের। গোল করলেন আস্মির, ভিদাল এবং সুধেশ।

গতকাল সুপার কাপ ২০২৫-র চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো পাঞ্জাব এফসি এবং ওড়িশা এফসির মধ্যে। ম্যাচের শুরুতেই মাত্র ১৬ মিনিটের মাথায় আস্মির সুলজিক গোল দিয়ে পাঞ্জাবকে এগিয়ে দেয় । দ্বিতীয়ার্ধের আগে একটি ফ্রি কিক হাতছাড়া করেন প্রাক্তন মোহনবাগান তারকা হুগো বুমোশ। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে যথেষ্ট আক্রমনাত্বক ধাঁচ নিয়েই নিয়ে মাঠে নামে ওড়িশার খেলোয়াড়েরা। তবে একের পর এক গুরুত্বপূর্ন সূযোগ পাওয়ার পরেও সেগুলোর সঠিকভাবে পর্যালোচনা করতে ব্যার্থ হয় তারা। যুগারনাটস উড়িশার হয়ে গোল করতে ব্যার্থ হওয়ার পরেই পাঞ্জাবের হয়ে ৬৯ মিনিটে দ্বিতীয় গোলটি করে ফেলেন পুলগা ভিদাল। ৮৭ মিনিট নাগাদ আবারো একটি গুরুত্বপূর্ন ফ্রি কিকে ব্যার্থ হলেন হুগো বুমোশ। যেই ফ্রি কিকের প্রচেষ্ঠা ছিল খুবই সাধারন মানের। শেষমেশ ঠিক ৯০ মিনিট নাগাদ ম্যাচের তৃতীয় গোলটি করে পাঞ্জাবের জয় নিশ্চিত করে দেন উইঙ্গার নিহাল সুধেশ। সাত নম্বরে আইএসএল শেষ করার পর প্রথম ম্যাচেই বিদায় নিয়ে নিলো উড়িশা এফসি। প্রসঙ্গত সুপার কাপে পাঞ্জাবের মুখোমুখি হয়ে এর আগে ৪ টের মধ্যে ২ টি ম্যাচই জিতেছিলো উড়িশা।

৩ গোলের জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে যাওয়া পাঞ্জাব এফসির আইএসএলের গত মরশুম খুব একটা ভালো যায়নি। ২৪টি ম্যাচ খেলে মাত্র ২৮টি পয়েন্ট নিয়ে তারা ১০ নম্বরে মরশুম শেষ করেছিলো। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হতে চলেছে এফসি গোয়ার সাথে। যারা গতকালই আই লিগের দল গোকুলাম কেরালাকে ৪-০ গোলের বড়ো ব্যবধানে পরাজিত করেছে।

Exit mobile version